ডেস্ক রিপোর্ট: পূর্ব কারেন রাজ্যে কোভিড -১৯ এর কারণে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে -এ মর্মে খবর প্রকাশের জন্য মিয়ানমারে এক সম্পাদককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, মিয়ানমারের কর্তৃপক্ষের তরফ থেকে খবরটিকে ভুয়া বলে দাবি করে খবরটি প্রকাশের দিনই ১৩ মে অনলাইন সংবাদ সংস্থা দায়ে পিয়াও-এর প্রধান সম্পাদক জ ইয়ে হতেতকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেফতারের মাত্র এক সপ্তাহের মধ্যে তাঁকে বিচারের মুখোমুখি করা হয়। শুক্রবার জ ইয়ের আইনজীবী মাইন্ত থুজার মাও সাংবাদিকদের জানান, তাকে ৫০৫ (বি) এর অধীনে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মিয়ানমারে যেখানে বিচারের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়, সেখানে এত দ্রুত বিচার সবাইকে চমকে দিয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারে করোনাভাইরাসে ১৯৯ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ছয়জন। যদিও অনেক কম পরীক্ষা করায় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে।