ডেস্ক রিপোর্ট: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- সশস্ত্র বাহিনীর ১ হাজার ৩৬৪ জন সদস্য এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। এর মধ্যে ৮ জনের বয়স ৬০ বছরের বেশি। আর ২ জন কর্মরত সেনা সদস্য, যাদের প্রত্যেকেই দীর্ঘদিন থেকে অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এর মধ্যে সরাসরি সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ১ হাজার ২০ জন, তাদের পরিবারের সদস্য ৯২ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জন। আক্রান্তদের ৯৩৩ জন বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪২১ জন। তবে ভর্তি থাকা বাকি রোগীরা সুস্থ আছেন। মোট ৭ হাজার ৪১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর সদস্য, তাদের পরিবার ও অবসরপ্রাপ্ত সদস্যদের করোনার নমুনা পরীক্ষায় আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজিসহ (এএফআইপি) সবগুলো সিএমএইচে ১৩টি ‘আরটি-পিসিআর মেশিন প্রতিনিয়ত কাজ করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত সামরিক বাহিনীর পিসিআর ল্যাবে ৭ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরাসরি সশস্ত্র বাহিনীর ৪ হাজার ৩৭৫ জন, পরিবারের সদস্য ৭৭৪ জন এবং বেসামরিকসহ অন্যান্য ২ হাজার ২৬১ জন।