আরও একমাসের কঠোর লকডাউন পালনের পাশাপাশি খাদ্য ও অর্থ-সাহায্যসহ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা প্রস্তুতির জোর দাবি
ডেস্ক রিপোর্ট: অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্যোক্তারা বলছেন – ৩১ থেকে জুন ১৫ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ‘সীমিত পরিসরে’ অফিস-আদালত, গণ-পরিবহন, স্টক মার্কেট, বাজার-ঘাট ইত্যাদি খোলার সিদ্ধান্ত জানিয়েছেন সরকার। এর ফলাফল আত্মঘাতী হতে পারে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, বিজ্ঞানী, ব্যবসায়ী, অর্থনীতিবিদদের অনেকেই আশঙ্কা করছেন। দীর্ঘ সময়ের লকডাউন আমাদের কারুরই কাম্য নয়, এবং আমাদের মূল চাওয়া হলো স্বল্পতম সময়ে সংক্রমণকে নিয়ন্ত্রণে এনে যাতে আবার স্বাভাবিক জীবনের দিকে আমরা যাত্রা করতে পারি। এ বিষয়ে সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটি সংবাদ ও বিশেষজ্ঞদের নিবন্ধ থেকে পরিষ্কার দিকনির্দেশনা পাওয়া যায়।
গণস্বাক্ষর আবেদনে আরও এক মাস কঠোর লকডাউন পালনের পাশাপাশি খাদ্য ও অর্থ-সাহায্য সহ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা প্রস্তুতিকে এই মুহূর্তের সবচেয়ে সময়োচিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয়।
এখানে পাঠকদের জন্য অনলাইন গণস্বাক্ষর কর্মসূচীর লিংক দেয়া হলো- https://secure.avaaz.org/en/community_petitions/government_of_bangladesh_aapaat_sbaabhaabiktaar_dike_baanlaadesher_aatmghaatii_yaatraa_1/