ডেস্ক রিপোর্ট: লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে RAB। বলা হয়েছে- সোমবার সকালে RAB-৩-এর একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় আরও ১১ জন। বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিক অভিবাসীদের লিবিয়ার মিজদা শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি করে রেখেছিল মানব পাচারকারী চক্র। একপর্যায়ে ওই চক্রের সদস্যদের সাথে অভিবাসী শ্রমিকদের মারামারি হলে এক মানব পাচারকারী নিহত হয়। তার প্রতিশোধ হিসেবে মানব পাচারকারীর লোকজনরা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়।
গাদ্দাফি পরবর্তী গৃহযুদ্ধে বিপর্যস্ত লিবিয়ার অর্থনীতি তেলনির্ভর । কাজের সন্ধানে এশিয়া ও আফ্রিকার অনেক দেশ থেকেই তরুণেরা অবৈধ পথে দেশটিতে পাড়ি জমায়। মানব পাচারকারীদের প্ররোচনায় এদের বেশিরভাগেরই লক্ষ্য থাকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ ভাবে ইউরোপের কোনো দেশে যাওয়া।