ডেস্ক রিপোর্ট: আমফানে বিধ্বস্ত উপকূলে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও সুপেয় পানির দাবিতে নৌ-বন্ধন কর্মসূচী রোববার
(৭ জুন ২০২০) বাংলাদেশ সময় সকাল ১১ টা
লন্ডন সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হবার কথা। শ্যামনগর উপজেলা যুবফোরাম, গাবুরা ক্লাইমেট রেজিলিয়েন্ট ফোরাম,
জলবায়ু পরিষদ, সাতক্ষীরা নাগরিক কমিটি ও সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চ এ কর্মসূচীর ডাক দিয়েছে। অনুষ্ঠানটি একই সাথে আমাদের পত্রিকার পেজ, ফেইসবুক পেজ এবং ইউটিউবে প্রচারিত হবে।
অনুষ্ঠানের আগে কিংবা লাইভ চলাকলীন আপনিও প্রশ্ন ও মতামত দিয়ে যুক্ত থাকতে পারেন।
লাইভ সম্প্রচার হবে ফেইসবুক পেজ এবং ইউটিউবে।
ফেসবুক পেজ: https://www.facebook.com/straightdialogue1
ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/user/faruklondon
ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।