সোজা কথা ডেস্ক: করোনা চিকিৎসা ব্যয়বহুল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার বেসরকারি টিভি চ্যানেল২৪ এর ‘নিউজ অ্যান্ড ভিউজ’ শীর্ষক লাইভ অনুষ্ঠানে তিনি এ বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার চিকিৎসায় প্রতিদিনই প্রত্যেক ডাক্তার ও নার্সদের পিপিই বদলাতে হয়। মাস্ক বদলাতে হয়। যে ওষুধ ব্যবহার করা হয় সেগুলোও দামি। করোনা পরীক্ষার ফিও বেশি। সব মিলিয়ে কিন্তু এ চিকিৎসাটা এক্সপেনসিভ। এসব কারণে চার্জও তুলনামূলক একটু বেশি হয়।
অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে অনেক প্রাইভেট হাসপাতাল করোনা চিকিৎসায় এগিয়ে এসেছে। তারা চিকিৎসা সেবা দিচ্ছে। তাদের ভূমিকা প্রশংসনীয়। সরকারিভাবে আমাদের নির্দেশনা দেয়া আছে, হাসপাতালগুলোও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আবার জনগণও যাতে সেবা পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
বেসরকারি হাসপাতালের মালিকদের আহবান জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাসের চিকিৎসায় আপনারা লাভের দিকে না তাকিয়ে সেবার বিষয়ে আন্তরিক হবেন। মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসবেন।
বেসরকারি হাসপাতালে করোনা টেস্টের ফি বেশি নেয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আসলে কোভিডের নমুনা পরীক্ষায় খরচ হয় পাঁচ হাজার টাকা। সরকারিভাবে এটা বিনামূল্যে করা হচ্ছে। প্রাইভেট হাসপাতালগুলোতে নেয়া হচ্ছে সাড়ে তিন হাজার টাকা।
তিনি জানান, সরকারিভাবেও ফি নেয়া হবে। হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করা হলে ২০০ টাকা ও বাসায় গিয়ে নমুনা নেয়া হলে খরচ হবে ৫০০ টাকা।