সোজা কথা ডেস্ক: সম্প্রতি টাঙ্গাইলের নাগরপুরের ‘অতিশয় গরীব কৃষকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায়’ মহামান্য হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হলে বলা হয় যেহেতু ভার্চুয়াল কোর্টে আসামি উপস্থিত করা সম্ভব নয়, তাই আগাম জামিনও সম্ভব নয়।
এদিকে এক জাতীয় দৈনিক জানিয়েছে- ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরুর পর গত তিন মাসে হাইকোর্টে আগাম জামিন দেওয়ার কোনো নজির নেই। আইনের দৃষ্টিতে দেশের বাইরে থেকে আগাম জামিনসহ আদালতে কোনো ধরনের প্রতিকার চাওয়া যায় না
বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তাঁর ভাই দিপু হক সিকদার। তাঁদের জামিন আবেদনটি বিচারপতি মো. আশরাফুল কামালের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের সোমবারের কার্যতালিকায় মোশন (নতুন আবেদন) হিসেবে এক নম্বর ক্রমিকে রয়েছে। তাঁরা সিঙ্গাপুরে থেকে আগাম জামিন চেয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
নাগরপুরের কৃষকদের পক্ষে আবেদনকারী আইনজীবী রোববার সোজা কথা ডটকমকে বলেছেন- মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত, শহীদের আত্মাহুতির মাধ্যমে পাওয়া সংবিধান সকল নাগরিকদের জন্য সমান।
তিনি আরও বলেন- (ভার্চুয়াল কোর্টের এমন সিদ্ধান্তে) একজন আইনজীবী হয়ে শুধু হতবাকই হচ্ছি না, লজ্জাও পাচ্ছি। যাই হোক আগামীকাল কি দাঁড়ায় তার জন্য অপেক্ষায় রইলাম।