সোজা কথা ডেস্ক রিপোর্ট : সন্দ্বীপের নদী সিকস্তি এলাকায় জেগে উঠা চরে সীমানা নির্ধারণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চট্রগ্রাম নগরীর এক রেস্টুরেন্টে সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এক প্রতিনিধি সভায় এই দাবি জানানো হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন এই পুনর্বাসন সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব জনাব মনিরুল হুদা বাবন এবং সঞ্চালনা করেন আহবায়ক কমিটির সদস্য জনাব মোঃ মিজানুর রহমান।
লন্ডন থেকে অনলাইনে সূচনা বক্তব্য দেন এই সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতির আহ্বায়ক জনাব শিব্বির আহমেদ তালুকদার। পবিত্র কোরআন তেলয়াতের মাধ্যমে এই সভার এজেন্ডা ভিত্তিক আলোচনা শুরু হয়। এই পুনর্বাসন সমিতির উদ্যোগে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে ও সন্দ্বীপের নদী সিকস্তিদের পুনর্বাসন করার সম্ভাব্য উপায় ও নিয়ম নীতি নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন মনিরুল হুদা বাবন, অধ্যাপক খালেদ মাহমুদ, আজমত উল্লাহ বাহাদুর, জহিরুল ইসলাম, হুমায়ুন কবির (মাসুদ) চৌধুরী, জসিম উদ্দিন তালুকদার, খালেদ সাইফুল্লাহ, মোহাম্মদ জহির উদ্দিন বাবর, মোঃ নাজিম উদ্দিন, মোঃ মিজানুর রহমান, বেগম আমেনা মাফরুহা হিমু প্রমুখ।
এই প্রতিনিধি সভায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় যে, সন্দ্বীপের নদী সিকস্তিদের মধ্যে যারা দেশে বিদেশে অবস্থান করছেন ও মানবেতর জীবনযাপন করছেন; তারা যেন এই সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতির সাধারণ সদস্যপদ লাভ করতে পারেন; সে জন্য প্রচারের মাধ্যমে যোগাযোগ করতে হবে। যোগাযোগের প্রাথমিক ধাপ হিসাবে ও তাদেরকে সংঘবদ্ধ করার জন্য এই পুনর্বাসন সমিতির উদ্যোগে সন্দ্বীপে অচিরেই এক প্রতিনিধি সভার আয়োজন করা হবে যা পরবর্তীতে বিভিন্ন এলাকায়, জেলা উপজেলা এবং বিদেশেও অনুষ্ঠিত হবে।
এই প্রতিনিধি সভা থেকে সকলের প্রতি আহব্বান করা হয় যে, দলমত নির্বিশেষে সবাইকে একযোগে ও এক উদ্দেশ্যে নদী সিকস্তিদের পক্ষে আমরা যেন কাজ করি। সন্দ্বীপের নদী সিকস্তি এলাকায় জেগে উঠা চরে সীমানা নির্ধারণ ও পুনর্বাসনের মাধ্যমে যেন আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়; সরকারের কাছে সে আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় উপস্থিত সকলকে সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতির নিউজ লেটার বিতরণ করা হয়।
করোনাকালে ও সন্দ্বীপের নদী পারাপারে উত্তাল ঢেউকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে যারা এই প্রতিনিধি সভাকে সার্থক করেছেন; তাদের কে সহ সকল উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে সভাপতি এই প্রতিনিধি সভা সমাপ্তি ঘোষণা করেন।