চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা শহরের জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে বাজারের ঐতিহ্যবাহী শাজাহানের ভাতের হোটেল ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এমন ঘটনায় শশীভূষণ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামী চরফ্যশন শহরের প্রভাবশালী ব্যবসায়ী, রাজনীতিবিদ নুরুল ইসলাম ওরফে আদম বাচ্চু। হোটেলের মালিক মো শাজাহান বলেন, হোটেলের একটি সুতাও নেই, সব লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যাওয়ার সময় হোটেলের দেয়াল, বেড়া ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে। এতে তাঁর কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ও স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাজাহান আরও বলেন, তিনি প্রায় ৩০ বছর যাবত এ শশীভূষণবাজারে ভাতের হোটেল ব্যবসা করছেন। সকলে শাজাহানের ভাতের হোটেল হিসাবে একনামে চেনে। ঘরের মালিক জনৈক আনোয়ার হোসেন। শাজাহান তাঁর কাছ থেকে ভাড়া নিয়েছেন। প্রায় ২৫ বছর আগে জমিটি আনোয়ার হোসেন কিনেছেন রসæলপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের নিকট। এই আলতাফ হোসেন মেম্বারের সঙ্গে চরফ্যাশন বাজারের প্রভাবশালী ব্যবসায়ী নুরুল ইসলাম ওরফে আদম বাচ্চুর সঙ্গে জমি নিয়ে বিরোধ আছে। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান। তার জের ধরে রোববার রাতে সন্ত্রাসীরা শাজাহানের ভাতের হোটেলে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
শাজাহান আরও বলেন, তিনি গরীব অসহায়। বিভিন্ন কোম্পানী ও মুদি দোকান থেকে মালামাল বাকী এনে বিক্রি করে ঋণ শোধ করেন। যা লাভ হয় তাই দিয়ে সংসার চালান। এখন সেই মালামাল, গ্যাসের চুলা, ফ্রিজ, আটা, ময়দা, চাল, কোল্ডড্রিংস, মাছ-মাংস সব লুট করে নিয়ে গেছে। স্থানীয়রা জানায়, চরফ্যাশন উপজেলার প্রভাবশালী ব্যবসায়ী নুরুল ইসলাম বারবার দল পরিবর্তনকারী বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি জাতীয় ও উপজেলা পরিষদে নির্বাচন করেছেন। তাঁর ছেলে মো মারুফ হোসেন পৌর-আওয়ামী লীগের নেতৃত্বে আছেন। নুরুল ইসলামকে মুঠোফোনে পাওয়া যায়নি।
তাঁর ছেলে মারুফ বলেন, তাঁদের পৈত্রিক বাড়ি শশীভূষণ। তাঁর দাদা হাজি ছিদ্দিকউল্যাহ ও আলতাফ হোসেন মেম্বার ছিলেন বন্ধু। দাদা চরফ্যাশন চলে এলে আলতাফ হোসেন তাঁর জমি দেখাশোনা করতেন। পরে জাল দলিল করে দাদার সব জমি বিক্রি করে দেন। এটা নিয়ে তাঁর বাবার (নুরুল) সঙ্গে আলতাফ হোসেনের মামলা হয়েছে। সে মামলার রায় তাঁরাই পেয়েছেন। তারপরই বাবা (নুরুল ইসলাম) জমি উদ্ধারে নেমেছে। দখল করেননি। মারুফ আরও বলেন, শাজাহানের যে সব মালামাল খোয়া গেছে, সব ফেরত দেওয়া হবে। এই আনোয়ার ও আলতাফ শাজাহানকে ব্যবহার করে মামলা করিয়েছে। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রফিকুল ইসলাম বলেন, হোটেল মালিক মো শাজাহান বাদি হয়ে নুরুল ইসলামকে প্রধান করে ১৫ জনের বিরুদ্ধে হামলা, ভাংচুর ও লুটের অভিযোগে মামলা দায়ের করেছে। এ হামলা ভাংচুর করা হয়। আসামীদের ধরার চেষ্টা চলছে।