নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে
মঙ্গলবার ভোররাতে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের ছোট ছেলে ইশরাক আহমেদ সাদিন নিজের মিতসুবিসি আউটল্যান্ডার গাড়ি নিয়ে আরেক বন্ধু আইমান ও সঙ্গে দুই নারী সহ মাতাল অবস্থায় ঢাকা সেনানিবাসস্থ রাওয়া ক্লাবের সম্মুখে মহাখালী ফ্লাইওভারেরর সঙ্গে ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটায়। ২ জন ঘটনাস্থলেই নিহত, অপর তিনজন গুরুতর আহত হয়। নিহতদের একজন সেনাবাহিনীর ৯ম লংকোর্সের লে.কর্নেল (অবঃ) ফারুকের ছেলে আইমান। জেনারেল আজিজের ছোট ছেলে ইশরাক আহমেদ সাদিন গুরুতর আহত, তাকে বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসা দেয়া হচ্ছে। গাড়ীতে থাকা দুই মেয়ে বন্ধুর বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
পুলিশ জানায়, রাত ৫টার দিকে মিতসুবিসি আউটল্যান্ডার মডেলের একটি গাড়ি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রন হারিয়ে মহাখালী ফ্লাইওভারের পিলারে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের সিটে থাকা দুই তরুণের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে আইমান ছাড়াও ফাহিম আহমেদ রায়হান নামের আরেক যুবকের মৃত্যু হয়।
জানা গেছে, ফাহিমের বাবার নাম ইলিয়াস আহমেদ। এছাড়া ফাহিম সম্পর্কে আর বিস্তারিত কিছু যায়নি।
সূত্র জানায়, দুর্ঘটনার আগে গাড়ির চালককে পেছনে পাঠিয়ে ওই দুই তরুণ সামনের সীটে এসে বসেন। প্রাইভেটকার চালক মহসিনকে পেছনে বসিয়ে গাড়িটি চালাচ্ছিলেন রায়হান। নিহত দুজনের একজন তিনি।গাড়িটি জেনারেল আজিজের পুত্র ইশরাক আহমেদ সাদিনের। প্রাণে বেঁচে যাওয়া গাড়ির প্রকৃত চালক হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান সাংবাদিকদের জানান, ‘নিহতদের মরদেহ পরিবার বুঝে নিয়েছে। গাড়িতে থাকা দুই তরুণীসহ তিনজনকে খুঁজছি। হয়তো তারা আহত হয়ে কোথাও চিকিৎসা নিচ্ছেন। অতিরিক্ত গতি আর অদক্ষ চালনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’
একাধিক সূত্রে আরো জানা যায়, দুর্ঘটনার সময় সাদিন ও গাড়িতে থাকা তার সংগীরা চরম নেশাগ্রস্ত অবস্থায় ছিল।