(২০১৭ সালে কবি ওয়াহিদ রেজা পৃথিবী ছেড়ে চলে গেছেন। ২৫ অক্টোবর তাঁর জন্মদিন।)
মনের খোরাক পেলে বিবাগী হয়ে চলে যাবো
পেছনে ফিরেও তাকাবো না-
শৈশবের কথা মনে পড়বে, শৈশব, আমার প্রিয় সোনালি শৈশব
তোমার গলায় বকলস এঁটে দেবো, নিদেন পক্ষে দেবো কাতুকুতু
পোষা কুকুরের মতো এখন তুমি লেজ নাড়াও…
এসব ভেবেছি বহু দীর্ঘ স্বপ্নে, কতোদিন, আহা কতোদিন।
এখনো আমার সাগর দেখা হলো না, পাহাড় দেখা হলো না
পাহাড় কী আকাশের মেঘ
সাগর কী প্রেমিকার বিষন্ন চোখ
স্মৃতির ব্রিজ ধরে একা হেঁটে কালচক্র গড়াচ্ছে বেশ
গহীন জলের মধ্যে বাজছে জলের অন্তরা…
কে আছো ধরো তৃষ্ণার্ত দু’হাত দয়ার্দ্র ছোঁয়ায়।
‘কেউ কী নেই কেউ কী নেই প্রিয় বান্ধবী…’
এভাবেই এই নাগরিক দহনে ছুঁয়েছি আগুন।
ভেঙেছি মৌচাক ছুঁয়েছি আগুন
মনের খোরাক পেলে বিবাগী হয়ে চলে যাবো।
কেউ কী নেই কেউ কী নেই প্রিয় বান্ধবী…..
• ওয়াহিদ রেজা,
অকাল প্রয়াত কবি