মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৭১৭ মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১১৩২৯ জনে। খবর বিবিসির । এর আগে রবিবার ৭৩৭ জন মৃত্যুবরণ করেন। শনিবার এ সংখ্যা ছিল ৯১৭ জন এবং বৃহস্পতিবার ছিল সর্বোচ্চ ৯৮০জন।
গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৬৬৭ জন। এনিয়ে শুধু ইংল্যান্ডেই মৃত্যুবরণ করেছেন ১০,২৬১জন। স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৯, ওয়েলসে ১৫ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ৬ জন।
এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৪২জন। রবিবার আক্রান্ত হয়েছিলেন ৫২২৮জন। গত শনিবার আক্রান্তের পরিসংখ্যান ছিলো ৫২৩৪জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ৮৮৬২১ জন।