ইতালী প্রতিনিধি: ইতালীর রোমে সংবাদ সম্মেলন করেছে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ লিটন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাত, প্রতারনার অভিযোগ এনে বুধবার রোম সংবাদ সম্মেলন করে তার এক সময়ের ব্যবসায়ীক পার্টনার প্রবাসী জহিরুল ইসলাম।
জহিরুল ঈসলামের অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন দাবী করে মোহামম্মদ লিটন বলেন “আমার সাথে তার কোন লেনদেন নাই। তিনি আমার সাথে ব্যবসা করবে বলে কিছু টাকা দিয়েছিল যা পরবর্তীতে ধাপে ধাপে নিয়ে নেয়। জানিনা কি কারণে কাদের প্ররোচনায় সংবাদ সম্মেলন করেছে। তবে যতটুকু বুঝি আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হতে পারে” কারন জনাব জহিরুল ইসলাম জামাতের রাজনীতিতে বিশ্বাসী। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। আমি এহেন ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ইতালি এবং ঢাকায় তাদের বিরুদ্ধে মামলা করব।জহিরুল ইসলামের পাওনা টাকা নিয়েছে তার প্রমান আছে আমার কাছে। তবে তার কাছে একটি লিখিত ছিল যার বলে তিনি টাকা দাবী করছে। আমার সরলতার সুযোগ নিয়েছে জহিরুল। ঢাকায় যারা সংবাদ সম্মেলন করেছে তাদের কাউকে আমি চিনি না।তার আপন ভাইদের টাকা আত্মাসাত করে বলছে আমি টাকা দেইনি অথচ ব্যাংকে টাকা দিয়েছি তার প্রমান রয়েছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার রোমের স্থানীয় একটি হোটেলের বলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জহিরুল ইসলামের বিরুদ্ধে উল্টো প্রতারনার অভিযোগ এনে তিনি আরো বলেন আমি মানহানি মামলা করব। তিনি যে আদালতের রায়ের কথা বলছেন সেই রায়ের কপি কোথায়। এ ছাড়া রফিকুল ইসলামকে ইন্ধন দাতা হিসাবে আওয়ামী লীগের কয়েকজনকে নেতাকে দায়ী করেন মোহাম্মদ লিটন।