সোজা কথা ডেস্ক রিপোর্ট
অনিবন্ধিত অভিবাসীদের বৈধতা দেবে মালয়েশিয়া, তবে কঠিন শর্তে। এ বিষয়ে আগামী ১৬ নভেম্বর থেকে দু’টি পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন দেশটির মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন। এই পরিকল্পনার আওতায় অবৈধ অভিবাসীদের কঠোর শর্ত মেনে বৈধভাবে নিয়োগ দিতে পারবেন নিয়োগকর্তারা।
তবে মালয়েশিয়ায় নতুন বিদেশি শ্রমিক কর্মী নিয়োগ বন্ধই থাকবে। খবর মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামার।
বৃহস্পতিবার পুত্রজায়ায় এক অনুষ্ঠানে জয়নুদ্দিন দুটি পরিকল্পনার বিশদ তুলে ধরেন। তিনি জানান, পরিকল্পনার একটি হচ্ছে, তাদের আইনি প্রক্রিয়ায় নিয়োগদানের মাধ্যমে সে দেশে বৈধ অবস্থান। অন্যটি, স্বেচ্ছায় ১৬ নভেম্বর থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো, যা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে। মালয়েশিয়া সরকার এই প্রত্যাবাসন ও শ্রম পুনরুদ্ধার পরিকল্পনার জন্য প্রস্তাবিত পরিকল্পনায় সম্মতি দিয়েছে।
প্রত্যাবাসন পরিকল্পনার আওতায় অনিবন্ধিত অভিবাসীরা শর্তসাপেক্ষে তাদের নিজ দেশে ফিরে যেতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে অভিবাসী ও নিয়োগকারীদের সরাসরি ইমিগ্রেশন বিভাগ এবং মালয়েশিয়ার শ্রম মন্ত্রণলায়ের সঙ্গে যোগাযোগ করতে হবে।
তবে অনিবন্ধিত অভিবাসীদের কর্মসংস্থানের ফলে স্থানীয়দের চাকরি হারানোর ঝুঁকি থাকবে না বলে তিনি আশ্বস্ত করেন। তিনি বলেন, বর্তমানে স্থানীয় ও বিদেশি কর্মীদের নিয়োগের অনুপাতের বিষয়ে যে নীতি আছে, সেটার ভিত্তিতে স্থানীয়দের কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়া হবে।
জায়নুদ্দিন বলেন, আনডকুমেন্টেড মাইগ্রেন্ট রিক্যালিব্রেশন প্ল্যান সম্পর্কে বিশদ তথ্য সরবরাহ করতে দূতাবাস, হাইকমিশন ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কর্মসূচি চলাকালে নতুন করে বিদেশি শ্রমিক গ্রহণ করা হবে না। যাঁরা বৈধ হওয়ার সুযোগ নিতে ব্যর্থ হবেন, আগামী ৩০ জুনের পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।