– শাহ আলম ফারুক
গত বছরের এদিনে হাসিখুশি ডটকম ( তৈলে আমরাই সেরা) এক ব্রেকিং নিউজে বলে- বিশ্বস্ত সূত্রে জানা গেছে আমাদের স্যাটেলাইট এমন কিছু ছবি তুলে ফেলেছিল তা প্রকাশ করার হুমকির মুখে ফণী দুর্বল মাত্রায় আঘাত করতে বাধ্য হয়েছে।এ ব্যাপারে জব্বর মন্ত্রীর বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলে তার সহকারী জানান তিনি বিদেশী একদল মন্ত্রীর এপয়েন্টমেন্টে ব্যস্ত আছেন। তবে সরকারের পক্ষে বিশিস্ট মৎস্য ব্যবসায়ী এবং আত্নীয় কোটায় বিশিষ্ট রাজনীতিবিদ বলে কথিত মি: হানিফ গোপনে তোলা ছবি প্রকাশের বিষয় এড়িয়ে গিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটি জানান তা হলো- স্যাটেলাইটের মাধ্যমে আগাম তথ্য পাওয়ায় ক্ষয়ক্ষতি ব্যাপকভাবে কমানো সম্ভব হয়েছে।
জার্মান বাংলা বেতার ডয়সে ভ্যালে মি: হানিফের দেয়া তথ্যকে উড়িয়ে দিয়ে জানিয়েছে স্যাটেলাইটটির আসলে আবহাওয়া বিষয়ক তথ্য দেয়ার কোন ক্ষমতাই নেই৷ এ ব্যাপারে বিশিষ্ট ফেইসবুক বিজ্ঞানী ড: সাঈদাস্টাইন বলেন-ফণীকে ঘিরে মানুষ এর মধ্যে মহা আতংক কাজ করেছে। ফণীকে নিয়ে আতংক দৃশ্যত কেটে গেলেও অবচেতন মনে থাকা আতংক ভাব কাটাতে মি: হানিফ এ মজার তথ্যটি প্রকাশ করেছেন বলে ড: সাঈদাস্টাইন মনে করেন।
আশা করা যাচ্ছে নাগরিকদের মনোভাব চাংগা করার জন্য শীঘ্রই কৌতুক সম্রাট হাচান মামুদ এবং ফাইভ স্টার টয়লেট খ্যাত উদীয়মান আতিক মুখ খুলবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রভাবশালী কূটনৈতিক সূত্র হাসিখুশি ডটকমকে জানান- তাদের কাছেও তথ্য আছে, স্যাটোলাইট থেকে তোলা অশ্লীল ছবি প্রকাশের হুমকির মুখেই ফণী শান্ত হয়েছে। এদিকে জাতীয় সহমত ভাই পরিষদ অনন্য কৃতিত্ব প্রকাশের জন্য স্যাটেলাইটকে অভিনন্দন জানিয়ে আগামীকাল দেশব্যাপী সহমতীয় আনন্দ মিছিলের ডাক দিয়েছে। পাশাপাশি জার্মান বেতারকে বাংলাদেশে তথা পৃথিবীতে নিষিদ্ধ ঘোষণার জন্য সহমত ভাই পরিষদ বিশ্ব নেত্রীর কাছে জোর দাবি জানিয়েছে।
এদিকে বর্তমানে কোভিড ১৯ এর আতংকের মুখে করোনা মোকাবেলায় একইভাবে সাড়ে তিন হাজার কোটি টাকার স্যাটেলাইট বিলাসকে কাজে লাগানোর জন্য নিখিল বঙ্গ সহমত ফোরামের পৃষ্ঠপোষক, পরিবেশ ফান্ড খাদক বিশ্ব কৌতুকাভিনেতা সমিতির আজীবন সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী বিশ্ব নেত্রীর কাছে দাবি জানিয়েছেন বলে অবিশ্বস্ত এক সূত্রে জানা যায়। এদিকে আমাদের টেবিল মেইড রিপোর্টার জানতে পেরেছে পুরো জাতিও ইতোমধ্যে আশা করে আছে এবারও ফুলটাইম মাছ চাষী পার্টটাইম রাজনীতিবিদ মিঃ হানিফ সাব খুব শিগগিরই এ বিষয়ে মূল্যবান আপডেট দিয়ে জাতিকে ধন্য করবেন!
৪ মে ২০১৯‘র ফেইসবুক পোস্ট ঈষৎ সংযুক্তি সহ।
– শাহ আলম ফারুক
সম্পাদক (অবৈতনিক) স্ট্রেইট ডায়ালগ ডটকম