ডেস্ক রিপোর্ট: করোনা থেকে মানুষকে রক্ষার জন্য যিনি কাজ করছিলেন, তাঁর দ্বারা প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত স্বল্প ব্যয়ে করোনা শনাক্ত কিট অনুমোদনের জন্য এই বয়সে কত অনাহুত ঝক্কি ঝামেলার সম্মুখীন হচ্ছিলেন সেই অকুতোভয় মানুষ, বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।
জনাব চৌধুরীর সাথে কিছুক্ষণ আগে স্ট্রেইট ডায়ালগ সম্পাদকের সাথে কথা হলে তিনি তাঁর করোনা আক্রান্ত হবার বিষয়টি জানিয়ে তাঁর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।
উল্লেখ্য আজ বাংলাদেশ সময় রাত ১০ টায় লন্ডন সময় বিকাল ৫ টায় স্ট্রেইট ডায়ালগ সম্পাদক শাহ আলম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য করোনা সংকট: বাংলাদেশ পরিস্থিতি শীর্ষক এক লাইভ অনুষ্ঠানে ডা: জাফরুল্লাহ চৌধুরীর যোগ দেবার কথা ছিল।