সোজা কথা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গত ১১ মে থেকে নিয়মিত বিনামূল্যে নাগরিকদের ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ডিএনসিসি আরও ১৩টি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএনসিসি এলাকায় এ নিয়ে মোট ৪০টি স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে।
ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, ওই কেন্দ্রগুলোতে যেসব পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে রয়েছে, এনএসএই(NS1), আইজিজি(IgG) ও আইজএম (IgM)। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। ডেঙ্গু পরীক্ষার ফল সাথে সাথে জানা যাবে। তবে ডেঙ্গু পরীক্ষার জন্য অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে।
স্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছেঃ
অঞ্চল ২ (মিরপুর)
সূর্যের হাসি ক্লিনিক, বাড়ি নং ১, রোড ৯, ব্লক-ডি, সেকশন-১২, মিরপুর;
রাড্ডা এমসিএইচএফপি সেন্টার, সেকশন-১০, মিরপুর;
সূর্যের হাসি ক্লিনিক, রোড ১, ব্লক-এ, সেকশন-১৩ (হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ সংলগ্ন), মিরপুর;
অঞ্চল ৩ (মহাখালী)
সূর্যের হাসি ক্লিনিক, হোল্ডিং নং গ-১০৭৬, ঈদগাহ জামে মসজিদ রোড, শাহজাদপুর;
সূর্যের হাসি নেটওয়ার্ক, হাউস নং ৪৫, রোড নং ২, ব্লক-এ, আফতাবনগর;
সূর্যের হাসি ক্লিনিক, ৪৬৬/১ শাহিনবাগ, (পশ্চিম নাখাল পাড়া);
অঞ্চল ৪ (মিরপুর-১০)
গোলারটেক, দারুস সালাম থানা মাঠ, মিরপুর-১;
২৬/এ, আহম্মেদ নগর, পাইকপাড়া, মিরপুর-১;
২৭৭/১, মধ্য পীরেরবাগ, মিরপুর;
৬৭৪/১, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর;
অঞ্চল ৫ (কারওয়ান বাজার)
১৩৬, তেজকুনিপাড়া, ফার্মগেইট, তেজগাঁও;
৫২/এ, পশ্চিম রাজাবাজার, শেরে বাংলানগর;
বাড়ি নং ৩২৪, রোড নং ৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর।
ইতিপূর্বে ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।
নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছেঃ
অঞ্চল ১ (উত্তরা)
নগর মাতৃসদন, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-১, বাড়ি-৯২, রোড-১২, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-২, কবরস্থানের উত্তর পূর্ব পাশে, রোড-১০/এফ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ২৩৫/২৩৬, দারোগা বাড়ি, মধুপুর চৌরাস্তা ফায়দাবাদ, উত্তরা মডেল টাউন, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ১৫০ আশকোনা মেডিকেল রোড, এয়ারপোর্ট, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ১৩৪/৪ কাজী বাড়ি রোড, কুড়িল চৌরাস্তা, কুড়িল, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, বাড়ি ৩২৫ আনিচবাগ, কলেজ রোড, চেয়ারম্যান বাড়ি, ঢাকা।
অঞ্চল-২ (মিরপুর ২)
নগর মাতৃসদন, জে-২, বর্ধিত পল্লবী, ভোলা বস্তির উল্টো দিকে, মিরপুর সাড়ে এগারো, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-১, বাড়ি-৯, ব্লক-ই, রোড-৬, আরামবাগ (আ/এ), সেকশন-৭, মিরপুর, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-২, জে-২, বর্ধিত পল্লবী, ভোলা বস্তির উল্টো দিকে, মিরপুর সাড়ে এগারো, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, বাড়ি-৬, ব্লক-এফ, রোড-৩, সেকশন-২, মিরপুর, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ব্লক-এফ, রোড-৬, সেকশন-১, মিরপুর, ঢাকা।
অঞ্চল ৩ (গুলশান)
নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার।
নগর স্বাস্থ্য কেন্দ্র-২, ৫৯৯ বড় মগবাজার, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ৫৯৪ মধুবাগ, মগবাজার, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, মহাখালী গ/১৬/এ, আমতলা, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ১৭১ উত্তর বাড্ডা, ঢাকা।
অঞ্চল ৪ (মিরপুর ১০)
নগর মাতৃসদন, ৪/বি/বি, দ্বিতীয় কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-১, নেকি বাড়ির টেক, ২য় কলোনি, হরিরামপুর, মিরপুর-১, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-২, বাড়ি-২৭, রোড-১১, কল্যাণপুর, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ১৯২/১ মধ্য পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ৫৯১ উত্তর কাফরুল, চেয়ারম্যান বাড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ৩৮৬ মুন্সি বাড়ি রোড, উত্তর ইব্রাহিমপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
অঞ্চল ৫ (কারওয়ান বাজার)
নগর মাতৃসদন, ৩/৫ খ, বাঁশবাড়ি, মোহাম্মদপুর, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ৬৫/ভি, নুরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, পাল সমিতি, রায়েরবাজার, ঢাকা।
নগর স্বাস্থ্য কেন্দ্র-৭, ৬৪ পশ্চিম আগারগাঁও, ঢাকা।