সোজা কথা ডেস্ক: বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের প্রত্যক্ষ শিকার বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের তান্ডবে উপকূলীয় এলাকাবাসীর জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। টেকসই বাঁধ না থাকায় প্রতিবছর জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং নদীর পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। সম্প্রতি ঘূর্ণিঝড় আমফানের কারণে বাঁধ ভেঙ্গে এ এলাকার মানুষ মাথা গোজার ঠাঁইটুকু হারাতে বসেছে। অধিকন্তু খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে উপকূলীয় জনগণ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংকটময় পরিস্থিতি মোকাবেলায় ২৪ জুন ২০২০ লিডার্স বাস্তবায়নাধীন “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগনের জীবন জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থ ৩০০ পরিবারে খাদ্য উপহার প্রদান করা হয়। প্রতি পরিবারের জন্য খাদ্য উপহার প্যাকেজে চাল- ১০ কেজি, ডাল- ১ কেজি, আলু- ২ কেজি, তেল- ১ লিটার, লবন-১ কেজি, সাবান- ১ টি, মাস্ক-৩টি, স্যানিটারী ন্যপকিন-১ প্যাকেট, স্যালাইন-৪ প্যাকেট বরাদ্দ ছিল। জলবায়ু উপদ্রুত এলাকায় লিডার্সের উদ্যোগে করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব মেনে এই কর্মসূচী পালন করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কাশিমাড়ি ইউনিয়ন পরিষদে উক্ত খাদ্য উপহার প্যাকেজ বিতরণ কালে উপস্থিত ছিলেন কাশিমাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জনাব এস.এম.আব্দুর রউফ। তিনি নিজ হাতে উক্ত খাদ্য উপহার প্যাকেজ ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন। বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন কাশিমাড়ি ইউনিয়ন যুব ফোরামের সভাপতি জনাব মাকসুদুর রহমান মিলন, লিডার্স এর সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ শওকৎ হোসেন।