সোজা কথা প্রতিবেদন: এক থানায় কর্মরত এক নারী কনস্টেবল যৌনহয়রানির প্রতিবাদ করায় অভিযুক্ত কনস্টেবলসহ ঐ নারী কনস্টেবলকে একই আদেশে বদলী এবং তার পরিচিত এক মহিলা আইনজীবী ডিআইজিকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে ডিআইজি ঐ মহিলা আইনজীবীকে বলেন- ও (নারী কনস্টেবল) চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বেশ্যাগিরি করুক।ঘটনার সূত্রপাত, নীলফামারী জেলায় এবং কটুক্তিটি করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
সোজাকথা ডটকমের অনুসন্ধানে উঠে আসে, ঐ নারী কনস্টেবল একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাঁর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও। তিনি নীলফামারীর এক থানায় কর্মরত ছিলেন। গত ১৫/০৫/২০২০ তারিখে সকাল ১০.৪৭-এ তার ফেইসবুক ম্যাসেন্জারে চমৎকার রবি হাসান’ নামের একটি আইডি থেকে একটি আপত্তিকর ও অশ্লীল ম্যাসেজ আসে। ম্যাসেজে ঐ নারী কনস্টেবলকে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়া হয়।
জানা গেছে, পরে ঐ নারী কনস্টেবল বিষয়টি ওসিকে জানালে তিনি ঐ আইডির ব্যক্তিকে সনাক্ত করতে একজন এস আইকে দায়িত্ব দেন এবং নীলফামারীর এসপি মোঃ মোখলেছুর রহমানকে ও বিষয়টি জানানো হয়। তারা এ বিষয়ে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিলে সে অনুযায়ী ঐ নারী কনস্টেবল কর্তৃক লিখিত অভিযোগ এসপি বরাবর দেয়া হয়। লিখিত অভিযোগের বিষয়ে ১ জুন পুলিশ সুপার কার্যালয়ে শুনানী হয়। এ ব্যাপারে কি প্রতিকার হয়েছে তা আর ভিকটিমকে জানানো হয়নি।
উপরন্তু ঐ নারী কনস্টেবল ও অভিযুক্ত কনস্টেবল মো: জাহাংগীর আলমকে জুনের ৪ তারিখে একই আদেশে ঐ নারী কনস্টেবলকে লালমনিরহাট এবং অভিযুক্তকে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলায় বদলী করা হয়।