সোজাকথা ডেস্ক: ঈদুল আজহার কমপক্ষে এক সপ্তাহ পূর্বেই শ্রমিকদের বকেয়া মজুরী ও পূর্ণ উৎসব ভাতা পরিশোধের দাবী করেছে বাংলাদেশের শীর্ষ জাতীয় শ্রমিক ফেডারেশন সমূহের জোট ‘শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ’। স্কপের যুগ্ম সমন্বয়কারী জনাব ফজলুল হক মন্টু এবং নাঈমুল আহসান জুয়েল সহ স্কপ নেতৃবৃন্দ শ্রমিক নেতা শাহ মোহাম্মদ জাফর, আনোয়ার হোসেন, মেসবাহ উদ্দিন আহমেদ, ওয়াজেদুল ইসলাম খান, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, চৌধুরী আশিকুল আলম, কামরুল আহসান, শামিম আরা, পুলক রঞ্জন ধর এক বিবৃতিতে ঈদুল আজহার কমপক্ষে এক সপ্তাহ পূর্বেই শ্রমিকদের বকেয়া মজুরী ও ঈদ বোনাস পরিশোধের আহবান জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, গত রমজানের ঈদ শ্রমিকরা প্রচন্ড কষ্টে অতিবাহিত করেছেন। মালিকদের দুরভিসন্ধি ও অবহেলার কারনে শ্রমিকরা বেতন, বোনাস নিয়ে দুর্ভোগের পাশাপাশি ছাঁটাই এবং লে অফের যন্ত্রনা ভোগ করেছেন। সরকারের প্রণোদনা নিয়েও মজুরী পরিশোধে তালবাহানা করেছে অনেক গার্মেন্টস মালিক। এই পরিস্থিতি যেন কুরবানি ঈদের সময় না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন নেতৃবৃন্দ।
মালিকদের অবহেলার কারনে ঈদ যেন শ্রমিকদের জন্য আশংকা ও উত্তেজনার বিষয় না হয়, সে বিষয়ে নজর রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বেতন বোনাস নিয়ে যে কোন জটিলতা সৃষ্টি হলে তার দায় মালিকদেরকে বহন করতে হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি প্রদান করেন।(প্রেস বিজ্ঞপ্তি)