সোজা কথা রিপোর্ট: আজ লন্ডন সময় রাত ৯টায় ইতালী সময় রাত ১০টায় ইতালীর বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে সোজা কথা ডটকম এক লাইভ অনুষ্ঠান প্রচার করবে। লাইভের বিষয়- ইতালীস্থ বাংলাদেশ দূতাবাসে কি হচ্ছে? কেন দুর্নীতির অভিযোগ?
সোজা কথা ডটকম লাইভ – এর ২২ তম পর্বে আজ অতিথি হিসেবে যোগ দেবেন বাংলাদেশ সমিতি ইতালীর সভাপতি আফতাব বেপারী, দালাল নির্মূল ও দূতাবাস দুর্নীতি মুক্তকরণ কমিটি ইতালী’র অন্যতম সংগঠক এম এ রব মিন্টু, বাংলা প্রেস ক্লাব ইতালী’র সভাপতি নুরুজ্জামান খান রিপন এবং অনলাইন এক্টিভিস্ট হাফিজুর রহমান মিতু। লাইভ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মানবাধিকার কর্মী ও আইনজীবী এবং সোজা কথা ডটকম-এর সম্পাদক এডভোকেট শাহ আলম ফারুক।
লাইভ অনুষ্ঠানটি সোজা কথা ডটকমের ফেইসবুক পেজ এবং Bangla Talks ইউটিউব পেজে।