সোজা কথা ডেস্ক রিপোর্ট: মেজর (অব:) সিনহার ঘটনার প্রেক্ষিতে সোজাকথা ডটকম-এর উদ্যোগে ক্রসফায়ার না রাস্ট্রীয় হত্যাকাণ্ড?? শীর্ষক লাইভ অনুষ্ঠানে বক্তারা টেকনাফে গত ২২ মাসে যত ক্রস ফায়ার হয়েছে তা তদন্তে কমিশন গঠনের দাবি জানিয়েছেন। ওসি প্রদীপরা ঘোষণা দিয়ে ক্রস ফায়ার করলে ও এ বিষয়ে উর্ধ্বতনরা কোন ব্যবস্থা নেয়নি। যার ফলশ্রুতিতে মেজর (অব:) সিনহা সহ ওই টেকনাফেই ২ শতাধিক মানুষ ক্রস ফায়ারের নামে রাস্ট্রীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বক্তারা কক্সবাজারের এসপি কে অবিলম্বে ক্লোজ করে সিনহা হত্যার ঘটনায় তার ভূমিকা তদন্তের জোর দাবি জানান।
৬ আগষ্ট বৃহস্পতিবার লন্ডন সময় বিকাল ৪টা বাংলাদেশ সময় রাত ৯টায় এই লাইভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোজাকথা ডটকম লাইভ এর এই ২৫তম পর্বের লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক, মানবাধিকার সংগঠন এইচআরএসএস -এর উপদেষ্টা নূর খান লিটন এবং সুপ্রীম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী এডভোকেট দিলরুবা শরমিন। লাইভ সঞ্চালনায় ছিলেন সোজা কথা ডটকম-এর সম্পাদক, মানবাধিকার কর্মী ও আইনজীবী এডভোকেট শাহ আলম ফারুক।
লাইভ অনুষ্ঠানটি দেখা যাচ্ছে সোজা কথা ডটকম-এর ফেইসবুক পেজে ও বাংলা টকস-এর ইউটিউব চ্যানেলের লিংকে।