সোজা কথা ডেস্ক রিপোর্ট : সিলেট বিভাগে নতুন করে আরো ১৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। অপরদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে আরো ১২০ জনের করোনা শনাক্ত হয়। সাম্প্রতিক সময়ে শাবি বা ওসমানীতে একদিনে এত বেশি সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮১৩ জন। নতুনদের মধ্যে সিলেট জেলায় ৮৮ জন, সুনামগঞ্জের ৩১ জন, হবিগঞ্জের ৩৪ জন ও মৌলভীবাজারের ১১ জন রয়েছেন। সিলেট জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৭৪৭ জন। এ ছাড়া সুনামগঞ্জে এক হাজার ৬৪৭ জন, হবিগঞ্জে এক হাজার ২৯৬ জন ও মৌলভীবাজারে এক হাজার ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে সিলেট বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে চার হাজারেরও বেশি সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, এখন পর্যন্ত ৪ হাজার ১৩২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫০ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত ১৫৩ জনের মৃত্যু হয়েছে।