হাকিকুল ইসলাম খোকন: কিশোরগঞ্জ জেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা , ঐতিহ্যবাহী বৌলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান , বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মফিজ উদ্দিন (৬৯) গত বুধবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার বারডেম হালপাতালে করোনা আক্রান্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে.. রাজিউন) খবর বাপসনিউজ।
তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় মরহুমের মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর সুদীর্ঘ কর্মস্থল জেলা বার প্রাঙ্গনে আনা হয়। এ সময় পর্যায়ক্রমে জেলা আইনজীবী সমিতির বর্তমান ও প্রাক্তন কর্মকর্তাগণ, জেলা জজ মো: সায়েদুর রহমান খান, নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক,জেলা প্রশাসক শামীম আলম , জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ,সিজিএম হাবিব উল্লাহ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
বাদ জোহর মরহুমের প্রথম জানাজা শহীদি মসজিদ প্রাঙ্গনে ও কিশোরগঞ্জ সদর উপজেলার জালিয়া গ্রামে হাজী বাড়ির সংলগ্ন ময়দানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্তানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রদান করেছেন।
এ ছাড়া কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুলহক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সহিদুল আলম শহিদ,কটিয়াদি সরকারী কলেজ ছাএ সংসদের আশির দশকের সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান ভুইয়া এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সিনিয়র সংবাদিক হাকিকুল ইসলাম খোকন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়াও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।