মধ্যযুগের সেই ভয়ংকর প্রবাদ “ইহাই ঠিক কেননা ইহা অযৌক্তিক”–মানুষের জীবনে স্থবিরতা এনে দেয়। থেমে থাকা সেই জীবনে আলোড়ন তোলে উঁইপোকা। ধর্মপন্থীরা ধর্মগ্রন্থ খুলে দেখে উঁইপোকার চোখ নেই। দলপন্থীরা জাতীয়তাবাদের দলিল খুলে দেখে; উঁইপোকা অন্ধ; সে দেখতে পায়না। এরিস্টোটলের অনুসারীরা তার প্লেটোর সঙ্গে রিপাবলিক কথোপকথনগ্রন্থ খুলে দেখে উঁইপোকার চোখ রয়েছে। কিন্তু উঁইপোকার এতে কিছু এসে যায়না; যেমনটা মধ্যযুগের মানুষ; এরপর জলের মতো ভাসিয়ে দেয় ম্যাকিয়াভেলি; “প্যাসেজ টু হেভেন” ভিঞ্চির মোনালিসার মিস্টিক হাসি দিয়ে; রুশোর সামাজিক মতবাদ মানুষের সঙ্গে মানুষের সামাজিক চুক্তির গল্পবলে।
জনান্তিকে “ধামাচাপাচরিতমে”র শেষ সাতটি কপি পড়তে আসে মধ্যযুগের উঁইপোকা; উঁইপোকারা দেখে উন্নয়নের নামে কত অসামাজিকতা; কত মানবিক চুক্তি ভঙ্গ করেছে মধ্যযুগের সহমতভাইয়েরা। ধামাচাপা দেওয়া সত্যগুলোকে ‘উন্মোচন” করে উঁইপোকারা রঁদেভুতে এসে।
ধামাচাপাচরিতমের প্রকাশক মুস্তাফিজ হাসান পাঠকদের জানান, “ধামাচাপাচরিতমের শেষ সাত কপি জনান্তিকে রক্ষিত আছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি হবে, উইপোকা’র আলোড়নের মূল্য সমেত।”
বিষণ্ণতার শহরের প্রকাশক সাম্য আহমেদ বলছেন, বইয়ের সাথে উঁইপোকা ফ্রি, এই অফারে মাসকাওয়াথ আহসানের পাঠকেরা আগ্রহী হবেন কী?
(ছবি কৃতজ্ঞতাঃ সাম্য আহমেদ, প্রকাশক, জনান্তিক)
অমর একুশে গ্রন্থমেলার জনান্তিকের ৩১-৩২নাম্বার স্টল