ডেস্ক রিপোর্ট: সরকারী হিসাবে দেশে গত ২৪ ঘণ্টায় ২১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৭৫ জন । এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ৩৫ হাজার ৫৮৫ জন জন শনাক্ত হলেন। দেশে একদিনে করোনায় শনাক্ত এটাই সর্বোচ্চ।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে সব মিলিয়ে মারা গেছেন ৫০১ জন। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৪৫১টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া নতুন করেগত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন। এ নিয়ে সর্বমোট ৭ হাজার ৩৩৪ জন সুস্থ হয়েছেন।
করোনা বিষয়ক ভার্চুয়াল বুলেটিনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন ও রংপুর বিভাগের ১ জন।
মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন; ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন; ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন; ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।
দেশে সর্বপ্রথম ৮ মার্চ করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর এর দশ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যু’র ঘোষণা দেয়া হয়।