করোটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নি সাদত কলেজ প্রতিষ্ঠা করে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁনকে পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দিলেন। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ পিংনা স্কুলে আমাদের আব্বার সিনিয়র ছিলেন। আমাদের এলাকার মানুষ যখন আব্বার হাতে পানকাতা স্কুল প্রতিষ্ঠার দায়িত্ব তুলে দিল, প্রিন্সিপাল সাহেব তখন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। পানকাতা স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে ইব্রাহীম খান সাহেবের অবদানের কথা আব্বা সব সময় শ্রদ্ধাভরে স্মরণ করতেন। আব্বার কাছেই করটিয়া কলেজ প্রতিষ্ঠা কালীন সময়ের এই গল্পটা শুনেছিলাম।
করটিয়া কলেজ প্রতিষ্ঠার পর ইব্রাহীম খান সাহেব বিভিন্ন এলাকা থেকে ছাত্র ধরে আনলেন, জায়গীর ঠিক করে দিলেন। বাকিদের হোস্টেলে থাকার ব্যবস্থা করলেন। হোস্টেলের ছেলেরা একদিন ফুটবল খেলছিল। মাঠের পাশেই পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন জমিদার পুত্র। হঠাৎ বলটি এসে লাগল কুকুরের গায়ে। রেগে গেলেন জমিদার পুত্র। এক পর্যায়ে বলে বসলেন, “তোমাদের চেয়ে আমার কুকুরের মূল্য অনেক বেশি”। আর যায় কোথায়? ছেলেরা প্রিন্সিপালের কাছে নালিশ করল, উপযুক্ত বিচার না করলে তারা কলেজ ছেড়ে দেবে। প্রিন্সিপাল সাহেব কথাটা জমিদারের কানে তুলতেই তিনি ছেলেকে নিয়ে কলেজে হাজির হলেন। ছাত্রদের ডেকে বললেন, “একে একে সবাই এসে ওকে একটা কান মলা দিয়ে যাও, এটাই ওর বেয়াদবির শাস্তি” ।
ছাত্ররা অবিবেচক ছিল না। উল্টো, অতিরিক্ত বাড়াবাড়ির দায় স্বীকার করে তারাই মাফ চেয়ে কলেজে ফিরে গেল। টিকে গেল অবিভক্ত বাংলার কোন মুসলমান কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম কলেজ।
প্রিন্সিপাল ইব্রাহীম খান আরেকটা মহৎ কাজের জন্য রাজি করিয়েছিলেন ওয়াজেদ আলী পন্নি সাহেবকে। সমস্ত দায়িত্ব নিয়ে বাউন্ডুলে কবি নজরুলকে স্থায়ী ভাবে করটিয়া এনে রেখে দেবার অনুরোধ করেছিলেন। জমিদারদের সম্মতি নিয়ে খান সাহেব একটা চিঠিও লিখেছিলেন কবিকে। তবে কবি সভাকবি হতে বিনয়ের অস্বীকার করে চিঠির উত্তরও দিয়েছিলেন, কিন্তু ঠিক এক বছর পর। জমিদার সাহেব অবশ্য এতে রাগ হননি। কারন উনি হয়তো বুঝেছিলেন, আর যাই হোক গানের পাখিকে তো আর খাঁচায় বেঁধে রাখা যায় না।
সভাকবি হবার জন্য প্রচীন কাল থেকেই কবিরা লাইন ধরে বসে থাকতেন জানি । নজরুল কি সে রকম কবি?
( ছবিতে নজরুলের গলায় মালা পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন লেখকের বড় বোন, রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরীফা বেগম)
– শরীফ আহমেদ
কানাডা প্রবাসী
বিশিষ্ট ছড়াকার
রিয়েল এস্টেট ব্যবসায়ী