সোজা কথা ডেস্ক রিপোর্ট: নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম টেলিমেডিসিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান HealthMen এর প্রথম বর্ষপূর্তি উদযাপন। ২০ জুলাই দিনব্যাপী ফ্রি টেলিমেডিসিন সেবা, স্বাস্থ্য সচেতনতা ও অনলাইনে লাইভ কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এ উপলক্ষ্যে দিনব্যাপী ৩০০ রোগীকে বিনামূল্যে অনলাইন চিকিৎসা সেবা প্রদান করা হয়। সন্ধায় লাইভে প্রতিষ্ঠানটির কার্যক্রম, সচেতনতা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে লাইভের আয়োজন করা হয়। লাইভে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন HelathMen এর প্রাধান উপদেষ্টা, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইন্সটিটিউটের ভাস্কুলার সার্জারি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল, উপদেষ্টা জাতীয় বক্ষ্যব্যাধি ইন্সটিটিউট হাসপাতালের সহাকারী অধ্যাপক ডা. কাজী সাইফুদ্দিন বেন্নুর, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মেডিকেল শিক্ষার্থী নাকিব কামরান, সহ-প্রতিষ্ঠাতা পাভেল রহমান, সহ-প্রতিষ্ঠাতা নাজমুল হাসান আহাদসহ চিকিৎসকবৃন্দ।
উল্লেখ্য, HealthMen রোগীদের ঝামেলাহীন ও সঠিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ২০১৯ সালের ২০ জুলাই যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিনিয়তই সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে কিউরেটিভ বা প্রতিকারমূলক স্বাস্থ্যসেবা। স্বাস্তথ্যগত যেকোন প্রয়োজনে HealthMen এ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারের পাশাপাশি রয়েছে ফার্মাসিস্ট – সাইকোলজিস্ট – নিউট্রিশনিস্ট সহ সংশ্লিষ্ট স্বাস্থসেবী। ৭০ জনের এই টিম বিশ্রামহীনভাবে (২৪/৭) সেবা নিশ্চিত করে যাচ্ছেন।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://www.facebook.com/healthmen.services/