এই ঘূর্ণি মামা
কেনো বার বার দুই
বাংলার বুক চিরে
ধ্বংস লীলা
চালায়,ধেয়ে
আসে সাগর থেকে
আমাদের দিকে
কেনো
আমি তো চাই এই
ঝোড়ো বাতাস
পশ্চিম থেকে
পুবে বয়ে যাক,
আর সেই বাতাসে
উড়ে আমি ভেসে
যাই কলকাতা থেকে
ঢাকা, আমার আদি
দেশ কুমিল্লায়
মার দেশ বরিশালে
সীমান্ত বন্ধ
চায়না ভাইরাসের
ঠ্যালায় বীর
বাঙালিও লুকিয়ে
ঘরের কোণে, এই
ঝড় উড়িয়ে নিয়ে বজাক
ভাইরাস আর তার সাথে
সীমান্তে কাঁটা তারের বেড়া
বাংলা ভাগ
হয়েছে ১৯৪৭ এ
কিন্তু বাঙালি ভাগ হয়নি
শেষ হয়নি তার আত্মপরিচয়, তার
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার
প্রেরণা
২০০৮ আর ২০২১ তার সাক্ষী
আমরা ভাষায় এক,
ভালোবাসায় এক,
চিন্তায় এক,
মননে এক,
এমনকি
শ্লোগানেও এক
বোন তারানা শ্লোগান
দিয়েছিল
আমার মাটি, আমার মা
পাকিস্তান হবে না
আর এবার
কলকাতার রাজপথে
ভাই বোনরা শ্লোগান
দিলো, আমার মাটি
আমার মা
ইউ পি গুজরাট হবে না
ওপারে হাসিনা
এপারে মমতা
ওপারে আপা, এপারে দিদি
ওপারে তারানা
এপারে মহুয়া
বাংলার মহীয়সি নারীরা
ধরে রেখেছে
আমার জাতিসত্তা
আমার প্রতিবাদী
ঐতিহ্য
আমার ঘরে কন্যা সন্তান এলে
আমি বলিনা, বাহার ফেকো
বলি মা লক্ষী
এসেছে
আর এই মা লক্ষীরাই
কখনো প্রীতিলতা,
কখনো রোশনারা
কখনো বা সেই
চট্টগ্রামের
বিপ্লবী রূপসী
কল্পনা আর
কখনো বা ১৯৭১
এর বীরাঙ্গনা
ওপারে কতো বোন
ভাবীরা চিতল ইলিশ
পোলাও নিয়ে দাদার
জন্য অপেক্ষা
করছে, কালের
লড়াই এর জন্য তৈরি
হচ্ছে
ওপারে দাড়ি, এপারে
তিলক ধারি
ভন্ডের দল, বলি
ওহে হুজুর
সাধুবাবার
বাঙালি তোমাদের চেনে, একাত্তরে
চিনেছে, একুশেও
চিনেছে
বাংলার মাটি
দুর্জয় বিপ্লবীদের
ঘাঁটি
এখানে দাঁড়ি রাখলে
কবিগুরু হবেনা
ভন্ড হুজুর বা
সাধু হতে পারো
কিন্তু লাভ কি
বাঙালি তো তোমাদের চেনে
বেশি ঝামেলা করলে, বিভেদ করার
চেষ্টা করলে,
বাঙালি বলবে, দড়ি ধরে মারো ট্যান,
ভন্ড হবে খানখান
বাঙালি পাঁচ
ওয়াক্ত নামাজ পড়বে
কালীঘাটে পূজা
দেবে, কিন্তু
তারপরে দুর্গা পূজায়, ঈদের সময়
একে অপরকে জড়িয়ে ধরবে
কারণ আমার দেবী
আমার আল্লা রসুল
আমার হৃদয়ে
দিল্লীর মসনদে
বসা ভন্ড
সাধুর মত টিভি
ক্যামেরার সামনে
গুহায় বসে ধ্যান করতে হয়না
মসজিদে নামাজ
পড়ে বাজারে
বোম ফাটিয়ে শত
নিরীহ প্রাণ নিঃশেষ
করতে হয়না, কারণ
আমার ঘরে নামাজ
পূজা সব করার পর
চৌকাঠ পেরোলে
আমি বাঙালি
কন্ঠে আমার সেই
একাত্তরের জয় বাংলা
তাই ঘূর্ণি মামা
তুমি আমার ঘর ধ্বংস না করে
আমায় উড়িয়ে নিয়ে যাও
বুড়ি গঙ্গা তিতাস
গৌরনদীর দেশে
আমার ভূখণ্ড ভাগ
হয়নি, হবেনা
কোনোদিন ।
– সুবীর ভৌমিক, সাংবাদিক
২৬ মে ২০২১ গৌহাটি, আসাম, ভারত