ডেস্ক রিপোর্ট: পুত্র সন্তানের বাবা হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (৫৫)। তাঁর বাগদত্তা ক্যারি সাইমন্ডস (৩২) বুধবার লন্ডনের এক সরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নবজাতক ও মা বেশ ভালো আছেন। পুত্র সন্তানের জন্মের সময় হাসপাতালেই ছিলেন প্রধানমন্ত্রী বরিস। করোনা থেকে মুক্ত হয়ে হাসপাতাল ছাড়ার পর গত সোমবার কাজে ফেরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাঁর এই বাগদত্তাও করোনা উপসর্গে ভুগেছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্যারি সাইমন্ডসের এটি প্রথম সন্তান হলেও বরিস জনসনের আরও পাঁচটি সন্তান রয়েছে।
এর আগে গত মার্চে বরিস ও ক্যারি ঘোষণা দেন, গ্রীষ্মের শুরুতেই তাঁদের সন্তান আসছে। গত বছরের শেষের দিকে এই জুটির বাগদান সম্পন্ন হয়েছিল। তাঁরাই ১০ নম্বর ডাউনিংস্ট্রিটের (ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও দপ্তর ) প্রথম অবিবাহিত জুটি।
এদিকে নাতি জন্ম নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন। তিনি বার্তা সংস্থা এফপিএকে বলেছেন, নাতির জন্মের কারণে তিনি ‘দারুণ আনন্দিত’ এবং ‘শিহরিত’।