ডেস্ক রিপোর্ট: কাজ করতে করতে হঠাৎ আপডেট হওয়া নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। এর ভেতর গত মাসে জানা যায়, উইন্ডোজ ১০’র কয়েকটি আপডেটের কারণে পিসির স্পিড কমে যাচ্ছে। এসব থেকে মুক্তি পেতে অটোমেটিক আপডেট অপশন বন্ধ করে রাখতে পারেন। একই সঙ্গে কোন কোন আপডেটে সমস্যা হয়েছে সেটি ফিক্সড করতে পারেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডার জানিয়েছে, উইন্ডোজ ১০ আপডেটের KB4535996, KB4540673 এবং KB4551762 পিসির গতি কমিয়ে দিতে পারে।
তিনটি আপডেটের মধ্যে KB4535996 অপশনাল আপডেট। না চাইলে বন্ধ রাখা যায়।
পিসির গতি কমার পাশাপাশি উইন্ডোজ ১০ লোড নিতে বেশি সময় নিলে বুঝতে হবে সমস্যা হয়েছে। পাশাপাশি ফাইল ওপেন করতে এবং অ্যাপ সচল হতেও স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেবে।
যা করবেন: এখনো যদি কোনো ব্যবহারকারী এই সমস্যায় পড়েন, তাহলে সেটিংসে গিয়ে ‘Update & security’তে ক্লিক করবেন। এরপর ‘View update history’ অপশন থেকে ঝামেলার আপডেটগুলো আনইনস্টল করে দিতে হবে।
বাড়তি ঝামেলা এড়াতে সাময়িকভাবে সব ধরনের আপডেটও বন্ধ রাখতে পারেন। এ জন্য কম্পিউটারের সেটিংস থেকে ‘Updates & Security’ এ গিয়ে ‘Windows Update’ এ ক্লিক করতে হবে। সেখানে একটি নতুন উইন্ডো আসবে। এবার ‘Pause Updates for 7 Days’ নির্বাচন করলে পরবর্তী ৭ দিন আপডেট প্রক্রিয়া স্থগিত থাকবে।